বন্যাদুর্গত এলাকায় ১ হাজার মোবাইল টাওয়ার বন্ধ

টেকভিশন২৪ ডেস্ক: বৃষ্টি এবং উজানের ঢলে দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় ১ হাজারের বেশি মোবাইল ফোন টাওয়ার অচল অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি টাওয়ার অচল বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় বিটিআরসি এ তথ্য জানায়।

এতে জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৪০টি টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত এসব জেলার মধ্যে ফেনীর ৬৫৩টির মধ্যে ৫৯৯টি বন্ধ রয়েছে। সচল রয়েছে মাত্র ৫৪টি।

মোবাইল অপারেটর, টাওয়ার কো-অপারেটর ও কর্তৃপক্ষ মোবাইল নেটওয়ার্ক পুনরায় সচল করার চেষ্টা করছে বলে জানিয়েছে বিটিআরসি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন