টেকভিশন২৪ ডেস্ক: গুগল মেসেজের ডিজাইনে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে কথোপকথনের ক্ষেত্রে নতুন সেন্ড বাটন চালু করা হয়েছে।
নতুন আপডেটের মধ্যে সেন্ড বাটনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। আগে সেন্ড বাটনকে পেপার এয়ারপ্লেন আইকনের ডিজাইনে দেয়া হয়েছিল। সে সময় অ্যাপ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বাটন মিশে যেত। এছাড়াও লাইট থিম ব্যবহার করলে আইকন কালো হয়ে যেত।
বর্তমানে যে ডিজাইন করা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত বলে জানিয়েছে কোম্পানি। বর্তমানে সেন্ড বাটনে ডায়নামিক কালার ডিজাইন দেয়া হয়েছে।
এছাড়াও ব্যবহারকারী চাইলে আলাদা কাস্টম বাবল থিম নির্বাচন করতে পারবে। সে অর্থে ব্যাকগ্রাউন্ড থিম অনুযায়ী সেন্ড বাটনের রঙ পরিবর্তন হবে।
বর্তমানে মেসেজের বেটা ভার্সনে নতুন ফিচারগুলো চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।