আইফোনে নিরাপত্তা ত্রুটি, সতর্কবার্তা জারি অ্যাপলের

আইফোনে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অ্যাপলের আইওএস, বিশ্বের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। দ্রুত রেস্পন্স, ক্লিন ডিজাইন, স্মুথ অপটিমাইজেশন এবং টপ ক্লাস সিকিউরিটির কারণে বিশ্বজুড়ে সুনাম রয়েছে মার্কিন এই টেক জায়ান্টের। অ্যাপলের তৈরি ডিভাইস মানেই সুরক্ষিত ভাবা হলেও সম্প্রতি নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পাওয়া গেছে। আইফোন, আইপ্যাড এবং ম্যাকের একাধিক ডিভাইসে নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়া গেছে জানিয়ে অ্যাপলের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ৬এস, আইপ্যাড, আইপ্যাড এয়ার ২, আইপ্যাড মিনি ৪, আইপ্যাড প্রো, এবং আইপড ডিভাইসে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা দিয়েছে। এই সকল ডিভাইসের ব্যবহারকারীরা সহজেই হ্যাকিংয়ের কবলে পড়তে পারেন। কারণ, বাগটি ব্যবহার করে হ্যাকার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন। হ্যাকার বাগটির সাহায্যে আর্বিটারি কোড জেনারেট করে ডিভাইসের অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে পারেন, এমনকি সহজে হ্যাক করতে পারবে ম্যাক কম্পিউটারও।

নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে অ্যাপল দ্রুত নতুন সিকিউরিটি আপডেট এনেছে। অ্যাপলের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের পক্ষ থেকে ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব সিকিউরিটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরও নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছিল অ্যাপলের আইফোন ও আইপ্যাডে। পরবর্তীতে সমস্যা সমাধানে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে বলে সংস্থাটি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন