আইফোনে চ্যাটজিপিটির সুবিধা!

আইফোনে চ্যাটজিপিটির সুবিধা!
আইফোনে চ্যাটজিপিটির সুবিধা!

টেকভিশন২৪ ডেস্ক: এবার আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্ত্বা হিসেবে কাজ করবে ওপেন এআই এর চ্যাটজিপিটি। শুধু ওপেন এআই নয়, গুগলের জেমিনির সঙ্গেও চুক্তি করতে পারে অ্যাপল। খবর ব্লুমবার্গের।

আর মাত্র ছয় সপ্তাহ পর অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স। রিপোর্ট বলছে, সেই কনফারেন্সেই আইফোনের এআই নিয়েই ঘোষণা করতে পারে আইফোন কর্তৃপক্ষ। চলতি বছরই আইফোন ১৬-এর ঘোষণাও করতে পারে অ্যাপল।

২০২৩ সাল থেকে এআই নিয়ে কাজ করছে অ্যাপল। ২০২৪ সালের অর্ধেক বছর হতে চলল। এখনও এআই চ্যাটবট নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সংস্থাটি। এদিকে চ্যাটজিপিটি ও গুগল জেমিনির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। আশা করা হচ্ছে, যে কোনও একটি সংস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে অ্যাপল।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন