গ্রামীণফোন-টেলিটক গ্রাহকদের জন্য চারটি আনলিমিটেড ডেটা প্যাকেজ চালু

গ্রামীণফোন-টেলিটক
গ্রামীণফোন-টেলিটক

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক। আনলিমিটেড মেয়াদের চারটি ডেটা প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠান দুটি।

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আনলিমিটেড মেয়াদের দুটি নতুন ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। ১১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৪০ জিবি ডেটা এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি।

অপরদিকে টেলিটক আনলিমিটেড মেয়াদের ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে প্রথমবারের মতো আওয়ারলি আনলিমিটেড ইন্টারনেট সুবিধা নিয়ে আসে গ্রামীণফোন। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে বিটিআরসির নির্দেশনায় প্রথমবারের মতো টেলিটক আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ঘোষণা করে।

অন্যান্য অপারেটরও পর্যায়ক্রমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে, এমনটাই জানিয়েছে বিটিআরসি।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন