অ্যাপ বানানো শেখাবে অ্যাপল এর হেডসেট

টেকভিশন২৪ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। এরইমধ্যে হেডসেটের কার্যকারিতা পরখ করেছে প্রতিষ্ঠানটি।

এবার খবর রটেছে, হেডসেটটি পরে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ তৈরির বিভিন্ন কৌশলও শেখা যাবে। ফলে কারো সাহায্য ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সফটওয়্যার তৈরির কাজ করেছে অ্যাপল।

নাইনটুফাইভম্যাক জানিয়েছে, সহজে ব্যবহার উপযোগী হেডসেটটি কাজে লাগিয়ে যারা প্রোগ্রামিং ভাষা জানেন না, তারাও অ্যাপ তৈরির বিভিন্ন কৌশল শিখতে পারবেন। হেডসেট পরা অবস্থায় ব্যবহারকারীদের মৌখিক নির্দেশনা দেবে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি। ভুলও ধরিয়ে দেবে। ফলে ধীরে ধীরে নিজেদের পছন্দের অ্যাপ তৈরি করা যাবে। অ্যাপগুলো চাইলে অ্যাপ স্টোরে রাখা যাবে। ফলে অন্যরাও অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

যে কয়টি রিয়েলিটি নির্ভর প্রযুক্তি রয়েছে তার মধ্যে ভিআর-এআর হেডসেট অন্যতম। এই হেডসেট ব্যবহারের মাধ্যমে যে কেউ বাস্তব জগতের কোনো বস্তু ব্যবহার করে ভার্চুয়াল দুনিয়ায় রিঅ্যাকশন তৈরি করতে পারবে।

তথ্যানুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে হেডসেট উন্মোচন করতে পারে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এর মূল্য ৩ হাজার মার্কিন ডলারের আশপাশে থাকবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন