১২৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকাংশ বেঁচে থাকতে দান করতে ইচ্ছুক বেজোস

বেজোস

টেকভিশন২৪ ডেস্কঃ নিজের বেশিরভাগ সম্পদ জীবদ্দশাতেই দান করে দেবেন বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের সাবেক সিইও সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ১২৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের অধিকাংশ বেঁচে থাকতে দান করতে ইচ্ছুক।

কী পরিমান অর্থ তিনি দান করবেন এবং দান করা অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সাক্ষাৎকারে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বেজোস। তিনি বলেছেন, কোন খাতে দান করা হবে বিষয়টি নির্ধারণ করা এতো সহজ নয়। লরেন সানচেজ নামে আমার একজন অংশীদার রয়েছেন, তিনি বর্তমানে জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। কীভাবে ও কোন খাতে এ অর্থ ব্যয় হবে, সে ব্যাপারগুলো সানচেজ দেখাশোনা করছেন।

কয়েক বছর আগেই জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবিলায় ‘বেজোস আর্থ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করেছিলেন তিনি। সেই তহবিলে অর্থের পরিমাণ ছিল ১ হাজার কোটি ডলার। বেজোসের চালু করা আর্থ ফান্ডে কয়েকজন ধনকুবের ১০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২১ সালের শেষ দিকে অ্যামাজ়নের সিইও পদ ছেড়ে দিয়েছেন বেজোস, তবে এখনও সংস্থায় এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে রয়েছেন। সেই সঙ্গে মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিক তিনি।

তার আগেও ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটসহ অনেক ধনকুবেরই নিজের সম্পত্তি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন