দক্ষিণপূর্ব এশিয়ার স্টার্টআপ সম্মেলন শুরু বৃহস্পতিবার

টেকভিশন২৪ রিপোর্টঃ দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের নবীন উদ্যোগদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার।

ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে তিন দিন ব্যাপী সম্মেলনের ১০ অধিবেশনে ৭৫ জন দেশী বিদেশী নীতি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের সহযোগী হিসেবে আছে সরকারের তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগ।

উদ্বোধনী পর্বে যুক্ত থাকবেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এসপায়ার টু ইনোভেট ( এটুআই) প্রকল্পের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আইডিয়া প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন,

ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ, এভিএস রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক রফিক খান, লেনোভোর মহাব্যবস্থাপক নভীন কেরিজেয়াল, আমারপে ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সরোয়ার।

ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ বলেন, দেশে উদ্ভবনী উদ্যোগের যেসকল স্টার্টআপ এগিয়ে যাচ্ছে, তাদের আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ে ভূমিকা রাখবে এই সম্মেলন।

এই আন্তর্জাতিক সম্মেলনের সহযোগী হিসেবে আছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, লেনোভো, এভিএস রিয়েল এস্টেট, আমারপে, এস্তে মেডিকেল, ফার্মাসি, ফিওনা, ওয়ারাহ, জসলন লিমিটেড, ফেস্টিভাইব, ইনটুসিনার্জি। গণমাধ্যম সহযোগী নিউজ পোর্টাল টেকভিশন২৪.কম।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন