অ্যামাজনের ৫ কোটি শেয়ার বিক্রি করবেন বেজোস

অ্যামাজনের ৫ কোটি শেয়ার বিক্রি করবেন বেজোস
অ্যামাজনের ৫ কোটি শেয়ার বিক্রি করবেন বেজোস

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ৫০ মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা করেছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আগামী এক বছরের মধ্যে এসব শেয়ার বিক্রি করা হবে। খবর রয়টার্স।

কোম্পানির ফাইলিংয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, জেফ বেজোস আগামী এক বছরের মধ্যে অনলাইন রিটেল ও ক্লাউড পরিষেবা কোম্পানিটির ৫০ মিলিয়ন শেয়ার বিক্রি করবেন। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ১৭১ দশমিক ৮ ডলার হিসাবে ওই পরিমাণ শেয়ারের মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।

কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, কিছু শর্ত সাপাক্ষে গত বছরের ৮ নভেম্বর ৫০ মিলিয়ন শেয়ার বিক্রি পরিকল্পনা নেয়া হয়। ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে এ শেয়ার বিক্রি করা হবে।

১৯৯৪ সালে একটি বই বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। ২০২১ সালে তিনি কোম্পানিটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন এবং নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন