টিভি২৪ আইডেস্ক: ডেল টেকনোলজিস, অস্ট্রেলিয়াকে ৬৪ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ৫৬ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করেছেন অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত। ওয়েবসাইটে গ্রাহকদের কম্পিউটার মনিটরে ডিসকাউন্ট দেওয়ার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় এই জরিমানা করা হয়। দেশটির বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থা অস্ট্রেলিয়ান কম্পিটিশন ও কনজিউমার কমিশন (এসিসিসি) মামলাটি করে। গত জুনে দোষী সাব্যস্ত হয় ডেল।
এসিসিসির কমিশনার লাইজা কার্ভার বলেন, আদালতের রায় বাণিজ্যিক কম্পানিগুলোকে খুব কড়া বার্তা দেবে যে দাম ও মূল্যছাড়ের ব্যাপারে ভুয়া তথ্য ছড়ানো ভোক্তা অধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এটাও বোঝাবে যে অসততার আশ্রয় নিলে যথেষ্ট পরিমাণে জরিমানা গুনতে হবে। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৩০০ অ্যাডস অন মনিটর বিক্রি করে ডেল অস্ট্রেলিয়া। সে সময় ওয়েবসাইটের বিজ্ঞাপনে তারা দাবি করে, একত্রে অন্যান্য কম্পিউটার পণ্যের সঙ্গে মনিটর কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
উল্লিখিত সময়ের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নিয়েছে ডেল। আদতে গ্রাহকরা আলাদা করে মনিটর কিনলেই বরং তাদের কম পরিমাণে অর্থ খরচ হতো।