ইন্টেলের পর ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ডেল

সংগৃহীত

টেকভিশন২৪ ডেস্ক : ইন্টেলের পর এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে ডেল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি ডেল এর ঘোষণায় অশনি সংকেত কর্মী মহলে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণেই কর্মী ছাঁটাই হতে চলেছে এই আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে ক্রমশকর্মীর সংখ্যা কমছে। তার জেরেই বড় সিদ্ধান্ত এই সংস্থার।

জানা গেছে, সাড়ে ১২ হাজার কর্মী ছাঁটাই করবে ডেল, যা তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশে ডেল তাদের সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি বেশি ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২৩ সালের শুরুর দিকে কর্মী ছাঁটাই করেছিলো ডেল। সেসময় ১৩ হাজার কর্মী চাকরি হারায়।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন