টেকভিশন২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রে জরিমানার মুখে পড়েছে জার্মানভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টি-মোবাইল। মূলত সংবেদনশীল তথ্যভাণ্ডারে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতা এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে অবগত না করার অভিযোগে এই জরিমানা করা হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত উচ্চ পর্যায়ের কমিটি সিএফআইইউএস টি-মোবাইলকে ৬ কোটি ডলার জরিমানা করেছে। আর্থিক হিসাবে এটি সিএফআইইউএসের করা সবচেয়ে বড় জরিমানার ঘটনা।
এর আগে টি-মোবাইল ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি স্প্রিন্ট করপোরেশনকে ২ হাজার ৩০০ কোটি ডলারে কিনে নেয়। অধিগ্রহণের সময় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। একই অভিযোগের ভিত্তিতেই জরিমানার মুখে পড়েছে জার্মানির ডয়েচে টেলিকম মালিকানাধীন টি-মোবাইল। যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা জানান, সংবেদনশীল তথ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটে ২০২০ ও ২০২১ সালে।