জানা গেল কবে আসবে অ্যাপলের ফোল্ডিং আইপ্যাড

আইপ্যাড
আইপ্যাড

টেকভিশন২৪ ডেস্কঃ অ্যাপল আগামী বছর ফোল্ডিং আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে চলতি বছরের শেষদিকে আইপ্যাড উৎপাদন গতি কমাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৪ সালের মধ্যে ফোল্ডিং আইপ্যাড বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে আইফোন নির্মাতা প্রযুক্তি জায়ান্টটির। অ্যাপলের পণ্য বিশ্লেষক মিং-চিন কিউ তথ্যটি প্রকাশ করেছেন। খবর সিএনবিসি।

মিং-চিন কিউ এক টুইটে বলেন, ‘‌আমি আশা করি ২০২৪ সালের মধ্যে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে যাচ্ছে। এ নতুন মডেল বাজারে বেশ আলোড়ন তুলবে।’ কিউয়ের তথ্যের সঙ্গে আরেক প্রযুক্তি বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রতিবেদন সামঞ্জস্যপূর্ণ। বিশ্লেষক প্রতিষ্ঠানটি ২০২২ সালের অক্টোবরে জানিয়েছিল, অ্যাপল ফোল্ডেবল আইফোন চালু করার আগে ফোল্ডেবল আইপ্যাড উন্মোচন করবে।

এ প্রসঙ্গে সিসিএস ইনসাইটের গবেষণা প্রধান বেন উড ২০২২ সালে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ মুহূর্তে অ্যাপল ফোল্ডেবল আইফোন উৎপাদন করবে বলে মনে হয় না। বরং প্রতিষ্ঠানটি ফোল্ডেবল আইপ্যাড উৎপাদন করে পরীক্ষা চালাতে পারে। এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন