দেশের ১০০ জন প্রশিক্ষণার্থীকে “আইপিভি৬” বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে আইএসপিএবি

আইএসপিএবি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ১৫ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় ‘আইপিভিসিক্স ডেপ্লয়মেন্ট’ বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় আইএসপিএবির মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সকল ন্যাশনওয়াইড, ডিভিশনাল, জেলা ও থানা আইএসপিদের প্রায় ১০০ জন সিস্টেম অ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার অংশগ্রহন করেন।

প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আইপিভিসিক্স ডেপ্লয়মেন্ট না করা হলে ইন্টারনেটে নিরাপত্তা ঝুঁকি কমানো সম্ভব না। সামনের দিকে আইপিভিসিক্স সঞ্চালনে সক্ষম নয় এমন রাউটার আমদানি নিরুৎসাহিত করতে উদ্যোগ নেয়া হতে পারে।

তিনি বলেন, ‘ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন লাইসেন্স দেয়ার চেয়ে বিদ্যমান লাইসেন্সধারীদের আপগ্রেডেশনের সুযোগ দেয়াকেই আমরা অধিক যৌক্তিক মনে করি।’ দেশে এখন ৩ হাজার ৮৪০ জিবিপিএএস ব্যান্ডউইথ ব্যাবহার হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এতেই ধারণা করা যায় ২০৪১ সাল নাগাদ দেশে ইন্টারনেটের ব্যবহার কত হবে। এ চাহিদা পূরনের লক্ষ্যে সিমিউই-৬ এ সংযুক্তির ম্যাধমে সহসাই আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৩ হাজার ২০০ জিবিপিএস এ উন্নীত হবে।’
 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহিম খান বলেন, ‘আমরা আইএসপিএবির প্রকৌশলীদের জন্য একটি ল্যাব করার প্রকল্প হাতে নিয়েছি, প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ ল্যাব তৈরী করতে পারব।’

আইএসপিএবি সভাপতি মোঃ ইমদাদুল হক বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্পমূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।’ তিনি অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং লাইসেন্স নিয়ে যে সকল আইএসপি ব্যবসা পরিচালনা করছে না তাদের লাইসেন্স বাতিল করার জন্য অনুরোধ করেন।

বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় ক্যাবল কাটাকাটির ফলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহনের বিষয়েও মন্ত্রীকে অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএসপিএবির সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঁঞা এবং আইএসপিএবি সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল কাইউম রাশেদ, কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, পরিচালক সাকিফ আহমেদ ও মোঃ নাছির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, এবারের আইপিভি৬ বিষয়ে প্রশিক্ষণার্থীকে ৩ দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণ দিচ্ছেন এপনিকের  প্রশিক্ষক মোঃ আব্দুল আওয়াল ও আবু নাছের।

এছাড়া ও প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই সেমিনারের মাধ্যমে জানতে পারছেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন