স্মার্টওয়াচের বাজার এখন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর তাই গেজেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো স্মার্টওয়াচের বাজার নিয়ে বেশ মনোযোগী। অ্যাপলও এর বিকল্প নয়। এরই ধারাবাহিকতায় চলতি বছর অ্যাপল ওয়াচ লাইনআপ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।
খবরে বলা হয়, আসন্ন ওয়াচ সিরিজ টেন স্মার্টওয়াচটি বড় স্ক্রিন, মসৃণ ডিজাইনসহ নতুন চিপ নিয়ে আসছে বলে জানিয়েছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, অ্যাপল ওয়াচ সিরিজ টেনে থাকবে বড় ডিসপ্লে ও নতুন চিপ। তবে নতুন হেলথ ফিচার নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা।
জানা গেছে, ওয়াচ সিরিজ টেন বড় স্ক্রিন নিয়ে দুটি মডেলে আসবে। এর মধ্যে বড় মডেলটির স্ক্রিনের সাইজ অ্যাপল ওয়াচ আলট্রার মতো হবে। স্ক্রিন বড় হলেও ঘড়িগুলো আগের মডেলের মতো ওজনে হালকা ও পাতলা হবে বলে জানিয়েছেন তিনি। থাকবে আরও শক্তিশালী প্রসেসর।