রবি আজিয়াটার আয় কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার সমন্বিত আয় কমেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার সমন্বিত আয় কমেছে। আয় কমলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ হাজার ৫৪৩ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৮৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৬ কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকা ও ভয়াবহ বন্যার কারণে আলোচ্য প্রান্তিকে আয় কিছুটা কমেছে। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেঠি বলেন, ‘‌সব দিক থেকে জুলাই-সেপ্টেম্বর আমরা অনিশ্চয়তায় কাটিয়েছি। গণ-অভ্যুত্থানের সময় ১১ দিন ইন্টারনেট বন্ধ থাকা এবং এরপর ভয়াবহ বন্যা অর্থনীতির জন্য ছিল এক বড় আঘাত। বিপুলসংখ্যক গ্রাহক আমাদের নেটওয়ার্ক ছেড়ে যাওয়ায় স্বভাবতই আমাদের রাজস্বে নেতিবাচক প্রভাব পড়েছে। শেষ পর্যন্ত আমাদের কার্যকর ব্যয় ব্যবস্থাপনা কর্মসূচির কারণে আমরা কিছু মুনাফাসহ ভালোভাবে প্রান্তিকটি শেষ করতে পেরেছি।’

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রবির সমন্বিত আয় হয়েছে ৭ হাজার ৫৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ হাজার ৪৩১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪০৩ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭২ কোটি টাকা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন