টেকভিশন২৪ ডেস্ক: মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্ম মেটাএআইয়ের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫০ কোটি। কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ মেটার ‘কানেক্ট ইভেন্টে’ এ তথ্য জানান। খবর টেকক্রাঞ্চ ও বণিকবার্তা।
মার্ক বলছেন, ‘মেটাএআই এখনো বিশ্বের বড় কিছু বাজার, যেমন ইউরোপীয় ইউনিয়নে উন্মোচন হয়নি। তাই ভবিষ্যতে প্লাটফর্মটির ব্যবহারকারী আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।’
গত জুনের শেষে ভারতে উন্মোচন হয় মেটাএআই। এর এক মাসের মধ্যেই ফেসবুক হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি উদ্ভাবিত এআইয়ের সবচেয়ে বড় বাজার হয়ে ওঠে ভারত। কোম্পানিটির চিপ ফাইন্যান্সিয়াল অফিসারের মতে, এ সফল্যের অন্যতম কারণ, ভারতের বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যারা মেটাএআইয়ের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।
মেটা বুধবার তাদের ইভেন্টে লামা ৩.২ নামে নতুন মডেলের সিরিজ ঘোষণা করেছে, যা উন্নত মাল্টিমোডাল ক্ষমতা নিয়ে এসেছে। এছাড়া মেটা ‘ইমেজিন’ নামক জেনারেটিভ এআই ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে সম্প্রসারণ করেছে। ফিচারটি ব্যবহারকারীর প্রম্পটের ভিত্তিতে ছবি তৈরি ও সম্পাদনা করতে এবং তাদের ছবির সম্পর্কে তথ্য পেতে সহায়তা করবে বলে জানায় কোম্পানিটি।