আইওএস ১৮–এর বেটা সংস্করণ উন্মুক্ত

অবশেষে আগ্রহীদের জন্য উন্মুক্ত হলো অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এর বেটা বা পরীক্ষামূলক সংস্করণ। ফলে চূড়ান্ত সংস্করণটি বের হওয়ার আগেই সিস্টেমটি যাচাই–বাছাই করে দেখতে পারবেন অ্যাপলের ভক্ত ও ডেভেলপাররা।

এবার আইওএস ১৮–এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—কোম্পানিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই মডেল অ্যাপল ইন্টেলিজেন্স। গত জুন মাসে অ্যাপল জানায়, নতুন মডেলগুলো কোম্পানিটির এআই ফিচারগুলো ব্যবহার করতে পারবে। আইফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ, এআই ছবি তৈরি করাসহ ব্যবহারকারীর প্রশ্নের দিতেও পারবে এই এআই সার্ভিস।

তবে আইওসের এই সংস্করণে আরও অনেক পরিবর্তন করা হয়েছে। লক স্ক্রিন, হোম স্ক্রিন, ও কন্ট্রোল সেন্টারসহ ডিভাইসের বেশ কয়েকটি প্রধান ইন্টারফেসের আপডেট করা হবে এই আপডেটের মাধ্যমে। এগুলোতে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সুযোগ দেওয়া হয়েছে।

অ্যাপলের ফটোজ অ্যাপের নকশায়ও পরিবর্তন আনা হয়েছে। মেসেজগুলোও এখন আরও বেশি রঙিন হবে ও ইমোজি রিক্যাশনের সমর্থন পারবে। এমনকি সব অ্যাপের আইকোনও একই রঙে পরিবর্তন করতে পারবে ব্যবহারকারীরা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন