টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দেয়ায় এ সিদ্ধান্ত জানায় দেশটির সুপ্রিম কোর্ট। খবর এখন।
এই আদেশের মাধ্যমে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস এবং ইলন মাস্কের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান হলো।
শুধু তাই নয়, ইন্টারনেট সেবাদানকারী মাস্কের মালিকানাধীন স্টারলিঙ্ক স্যাটেলাইটের আর্থিক হিসাবগুলোও স্থগিত করার আদেশ দেয়া হয়। দেশের অন্যান্য আদালতে এক্সের মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্রাজিলে এটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া এক্সকে প্রায় ৩৩ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। চলতি বছরের শুরুতে বিকৃত সংবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ এনে এক্সের কিছু অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিল ব্রাজিল। তবে মাস্ক তা প্রত্যাখান করেন।