এবার ভিডিও কনফারেন্স সুবিধা আনছে এক্স

টেকভিশন২৪ ডেস্ক: অডিও-ভিডিও কলের পর এবার ভিডিও কনফারেন্সিং টুল আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে একটি বৈঠকও করেছে কোম্পানিটি। এমন তথ্য জানিয়েছেন এক্সের কর্মী ক্রিস পার্ক। খবর ইন্ডিপেনডেন্ট।

খবরে বলা হয়, এক্স ও ডেভেলপারস টিমের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে বেশ ভালো ফিডব্যাক পাওয়া গেছে।

পার্ক বলেন, তাদের টুলটি ইতোমধ্যেই জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ও অ্যামাজন চাইমের মতো প্রতিষ্ঠিত ভিডিও কনফারেন্সিং টুলগুলোর এক শক্তিশালী বিকল্প হয়ে উঠছে। প্রতিষ্ঠানটি এই টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন