সোমবার, ১২ মে, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
39.4 C
Dhaka

সাবেক কর্মীদের পরিচালিত স্টার্টআপ ও রিকমের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং (এফঅ্যান্ডএ), কন্ট্রোল ও অপারেশন, ডিজিটাল ও পোস্টপেইড কালেকশন এবং চ্যানেল কালেকশন সহ অন্যান্য কাজের সুবিধার্থে গ্রামীণফোন এর সাবেক কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপ ‘ডিজিপ্রো সল্যুশনস’ এর সাথে পার্টনারশিপ করেছে এবং এর বিদ্যমান পার্টনার ‘রিকম কনসাল্টিং’ এর সাথে কার্যক্রমের পরিধি বিস্তৃত করেছে। 

এ নিয়ে জিপিহাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকার, রিকম কনসাল্টিং এর ডিরেক্টর মো. সুদীপ্ত সালেহিন এবং ডিজিপ্রো সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. শোয়েবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেন, প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং অ্যান্ড ট্যাক্সেশন মো. আরিফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

এ পার্টনারশিপের অধীনে, নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্তি, ডিজিটালাইজেশন এবং আর্থিক ব্যবস্থাপনার মানোন্নয়নে বিশেষ নজর দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠান দু’টি গ্রামীণফোনকে এর আর্থিক ও নগদ পরিচালনা ব্যবস্থা আধুনিকীকরণে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ডিজিটাল ও পোস্টপেইড কালেকশন, চ্যানেল কালেকশন, এমএফএস অপারেশন কালেকশন, প্রাতিষ্ঠানিক কালেকশন, নগদ ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, রেভিনিউ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং।

গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “গ্রামীণফোনের আর্থিক কার্যক্রম সবসময় বিশ্বমান বজায় রেখে পরিচালিত হয়। যা প্রতিষ্ঠানকে লো-টাচ ডিজিটাল কার্যক্রম ও লেনদেন প্রক্রিয়াগুলো সঠিকভাবে পরিচালনায় ভূমিকা রেখেছে। আমরা আমাদের সাবেক দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপগুলোর সাথে পার্টনারশিপ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ পার্টনারশিপ আমাদের কাজে গতিশীলতা আনবে এবং সক্ষমতা বৃদ্ধি করবে। সঠিক দক্ষতা ও কর্মতৎপর মানসিকতার সাথে এই স্টার্টআপগুলো আমাদের আধুনিকায়নের যাত্রায় ডিজিটাল প্রক্রিয়া সন্নিবেশ করতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভির হোসেন বলেন, “কাজের পদ্ধতিতে ধারাবাহিকভাবে পরিবর্তন আনার প্রচেষ্টাই গ্রামীণফোনে আমাদের সাফল্য অর্জনে সহায়তা করে। স্টার্টআপগুলো এই খাতে সম্পূর্ণ নতুন প্রাণশক্তি এনে দিয়েছে। আমাদের লজিস্টিকস আরও দক্ষতার সাথে ও সময়োপযোগীভাবে পরিচালনার জন্য আমাদের কার্যক্রমে তাদের এ প্রাণশক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

ডিজিপ্রো সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. শোয়েবুল ইসলাম বলেন, “গ্রামীণফোনের সাথে কাজ করার এটি একটি চমৎকার সুযোগ। আমরা কাজের প্রক্রিয়া সহজ করার মাধ্যমে যে সময় ও রিসোর্স রয়েছে তার যথার্থ ব্যবহারে বিশ্বাসী। আমরা আত্মবিশ্বাসী যে, গ্রামীণফোনকে ভবিষ্যৎ উপযোগী করে তোলার মাধ্যমে এর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার সকল সক্ষমতা আমাদের রয়েছে।”

রিকম ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিকুর রহমান বলেন, “সেবা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে প্রবৃদ্ধির মানসিকতা তৈরি এবং কৌশলগত পরিবর্তন আনা গ্রামীণফোনের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পার্টনারশিপ এর সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠান ও অংশীজনদের জন্য আরও নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করছি।”

উভয় প্রতিষ্ঠানই আগামী ১ জানুয়ারি থেকে তাদের সেবা প্রদান কার্যক্রম শুরু করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই সামিট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক...

সর্বশেষ

গুগলের আইও সম্মেলন ২০ মে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি জগতে বহুল প্রতীক্ষিত গুগল আইও-২০২৫ সম্মেলন...

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img