গ্রামীণফোন এর সব ধরনের সিমও বিক্রি বন্ধ

গ্রামীণফোনে

টেকভিশন২৪ ডেস্কঃ চলতি বছরের জুনে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সেপ্টেম্বরের মাঝামাঝি এসে গ্রামীণফোন আবারও সিম বিক্রির অনুমতি পায়। যদিও এটা একদমই সীমিত আকারে, যা মূলত আগে থেকে অনুমতিপ্রাপ্ত পুরাতন সিম।

আজ রোববার বিটিআরসি জানিয়েছে, এখন থেকে নতুন সিমের সঙ্গে পুরাতন সিমও বিক্রি করতে পারবে না মোবাইল অপারেটরটি।

সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় অনির্দিষ্টকালের জন্য গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, বিটিআরসি থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছি। এখন থেকে নতুন সিমের পাশাপাশি পুরাতন সিমও বিক্রি বন্ধ থাকবে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। পুরাতন সিম বিক্রি হলেও নতুন গ্রাহক তৈরি হচ্ছে। নতুন সিমেও নতুন গ্রাহক তৈরি হয়। সেবার মান উন্নত না করতে পারলে গ্রামীণফোন নতুন কোন গ্রাহকই তৈরি করতে পারবে না।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন