সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক

ফিফোটেক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদ হোসেন।

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্টঃ সিঙ্গাপুরে “ASOCIO Outstanding Tech Company Award 2022” -এর অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক। দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিক মানের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান ফিফোটেক ১৯ বছরে ধরে কাজ করে যাচ্ছে। ২০০৪ সালে প্রতিষ্ঠাটি প্রতিষ্ঠত হওয়ার পর থেকে বাংলাদেশের বিপিও খাতে অসামান্য অবদান রেখে চলছে। 

এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হল একটি আইসিটি ফেডারেশন যা এশিয়া প্যাসিফিক জুড়ে ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত৷ ASOCIO ১৯৮৪ সালে টোকিও, জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এশিয়া ও ওশেনিয়ায় সবচেয়ে সময়-সম্মানিত এবং সক্রিয় আন্তর্জাতিক আইসিটি ট্রেড অর্গানাইজেশন। এর প্রভাব ১০,০০০ টিরও বেশি আইসিটি কোম্পানিকে কভার করে এবং এই অঞ্চলে প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার আইসিটি আয়ের প্রতিনিধিত্ব করে৷ ASOCIO-এর উদ্দেশ্য হল এর সদস্যদের মধ্যে সম্পর্ক ও বাণিজ্যকে প্রচার করা, উৎসাহিত করা, দেখভাল করা এবং এই অঞ্চলে কম্পিউটিং শিল্পের বিকাশ ঘটানো।

আগামী ২৮ তারিখ সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি ২০২২-এর অ্যাওয়ার্ডে জন্য ফিফোটেক’কে মনোনীত করা হয়েছে। ফিফোটেক- এর সিইও এবং বাক্ক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন বলেন, আমার জন্য, ফিফোটেক পরিবারের জন্য এ অর্জন বিশাল। তিনি বলেন, নমিনেশনের জন্য বাংলাদেশ থেকে আমাদের নাম প্রস্তাব করার বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার দাদাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আমি বিশেষভাবে বলতে চাই আবদুল্লাহ এইচ কাফী ভাইয়ের কথা যে মানুষটা সব সময় বট গাছের মত আমাকে আগলে রাখেন, ওনার দিক নির্দেশনা ছাড়া আমাদের এই অর্জন কখনোই সম্ভব ছিল না।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার টেকভিশন২৪.কমকে বলেন, এবারের অ্যাওয়ার্ড প্রেগ্রামে বাংলাদেশ থেকে বারডেম, ডিওআইসিটি, বিটিআরসি ও ফিফোটেক সহ সরকারি ও বেসরকারি এই ৪টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। 

উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ সিঙ্গাপুরে রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোষা কনভেনশন সেন্টারে এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং সেখানে আমি নিজে উপস্থিত থাকবো।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন