সোমবার, ১২ মে, ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে উদযাপন উপলক্ষে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ টানা ষষ্ঠবারের মতো আয়োজন করছে ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন (২০২২)। গ্রাহকদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইন চলবে ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত।

ক্যাম্পেইনের কো-স্পন্সর হচ্ছে বাটা, ডেটল, কিটক্যাট, লোটো, রিয়েলমি ও স্টুডিওএক্স। ক্যাম্পেইনের ব্র্যান্ড পার্টনারদের মধ্যে রয়েছে ফ্যাব্রিলাইফ, গোডরেজ, লজিটেক, মোশন ভিউ, রিবানা, টিপি-লিঙ্ক, ট্রেন্ডজ ও ইমামি। আর এর গ্লোবাল পার্টনার ইউগ্রিন, সিকেইন ও এসকেএমইআই। ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার চরকি, ট্যুরসন, নভোএয়ার ও আমারি হোটেল। হাংরিনাকি’র সৌজন্যে আরও থাকছে ভ্যালেন্টাইন্স ডে ফিস্ট কনটেস্ট, যেখানে রেস্টুরেন্ট পার্টনার হিসেবে রয়েছে দ্য চকলেট রুম, সুশি ওকি, ডেলিশ্যাস মোর্সেল, হাবিবি’স, ডিগার, সাও ২৬, দ্য মাঞ্চ স্টেশন, দ্য ডাইনিং লাউঞ্জ, হ্যাশট্যাগ রেস্টুরেন্ট ও পালকি রেস্টুরেন্ট।

ক্যাম্পেইনে অসংখ্য পণ্যের ওপর থাকছে সুবিশাল ছাড়। এর মধ্যে রয়েছে ‘নিউ ইউজার ২০% অফ’, ‘ব্র্যান্ড ফ্রি শিপিং’, ‘ফ্যাশন মেগা’ ভাউচার, ‘গ্লোবাল কালেকশন’ ভাউচার, ‘ডিলস অব দ্য ডে’, ‘দারাজ মল’ ভাউচার, ‘শেক শেক অফার’ এবং আরও অনেক আকর্ষণীয় ডিল। এছাড়া, গ্রাহকরা প্রতিদিন বিকাল ৫টায় দারাজ অ্যাপে লাইভ ‘ভ্যালেন্টাইন স্পেশাল শো – ডিসকভার ইওর লাভ’ দেখে  জিতে নিতে পারবেন কালেক্টিবল ভাউচারস ও কুপন ভাউচার। 

ক্যাম্পেইন সম্পর্কে দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে, গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানকে সবসময়ই আমরা প্রাধান্য দিয়ে থাকি। ভালোবাসার এই দিনটি উদযাপনে গ্রাহকদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য প্রদান, অসাধারণ ডিল ও আকর্ষণীয় অফারের সাথে ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন আমাদের গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছি।”

ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের উল্লেখযোগ্য শীর্ষ পাঁচটি ডিলের মধ্যে রয়েছে:

১। স্যামসাং গ্যালাক্সি এ৫২ (৮/১২৮ জিবি) – ৩২,১৫৫ টাকা

২। রিয়েলমি জিটি নিও ২ – ৮ জিবি রম/১২৮ জিবি র‍্যাম – ৩৭,৪৬৫ টাকা

৩। শাওমি এমআই পি১ ৫৫ ইঞ্চি ফোরকে এইচডিআর অ্যন্ড্রয়েড এলইডি টিভি উইথ ভয়েস কন্ট্রোল – ৬১,২৮০ টাকা

৪। টুল সহ স্ট্রেইট-ব্যাকড স্নাগ সোফা সেট (২+২+১) – ১৬,২৯৬ টাকা

৫। শার্প মাইক্রোওয়েভ ওভেন আর-৭৫এমটি (এস) – ১১,৪৮৫ টাকা

গ্রাহকদের সুবিধার্থে দারাজ পেমেন্ট পার্টনারদের মাধ্যমে বিভিন্ন ছাড় এবং ক্যাশব্যাক অফারও প্রদান করছে। ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে বিকাশ, ঢাকা ব্যাংক, মেঘনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং প্রাইম ব্যাংক।

দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “আমাদের গ্রাহকরা যাতে ভালোবাসার দিনটি সম্পূর্ণরূপে উপভোগ করতে পারেন, সেজন্য নতুন আঙ্গিকে ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইনটি ডিজাইন করা হয়েছে। চমকপ্রদ ভাউচার, আকর্ষণীয় ছাড় ও অসাধারণ অফারের সাথে গ্রাহকরা তাদের প্রিয়জনের জন্য স্বাচ্ছন্দ্য ও আনন্দের সাথে কেনাকাটা করতে পারবেন এমনটাই আমাদের প্রত্যাশা।”

দারাজ:

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে পাঁচ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে  আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

আরও পডুনঃ অ্যাপে পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

 

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই সামিট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক...

সর্বশেষ

রোবোট্যাক্সি উৎপাদন বাড়াতে যাচ্ছে অ্যামাজনের জুক্স

টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী...

স্লিম’ স্মার্টফোনের ধারণা পাল্টাবে অপোর ‘এ৫এক্স’

টেকভিশন২৪ ডেস্ক: গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও...

সোমবার উন্মোচিত হবে রিয়েলমি ১৪ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি...

ই-ক্যাব নির্বাচনে ‘টিম ইউনাইটেড’ প্যানেল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২০২৭ মেয়াদের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img