আসুসের নতুন কনভার্টেবল ল্যাপটপে ইন্টেলের শক্তিশালী প্রসেসর

আসুস
আসুস

টেকভিশন২৪ ডেস্কঃ প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী কোম্পানি আসুস ওএলইডি ডিসপ্লেযুক্ত নতুন কনভার্টেবল ল্যাপটপ উন্মোচন করেছে। যার মডেল আসুস ভিভোবুক এস ১৬ ফ্লিপ ওএলইডি। নাম থেকেই বোঝা যাচ্ছে ল্যাপটপটি ১৬ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনের সাথে এসেছে।

আসুসের নতুন এই ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চি ওএলইডি স্ক্রিন, যার ডিসপ্লের রেজুলেশন ৩২০০ বাই ২০০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। টাচ স্ক্রিণকে সুরক্ষিত রাখতে রয়েছে করর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লেটি ১০০ শতাংশ ডিসি আইপি৩ কালার গ্যামেট এবং স্টাইলাস ইনপুট সাপোর্ট করবে।

ল্যাপটপটি রয়েছে সবচেয়ে শক্তিশালী ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর। সাথে রয়েছে ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ১ টেরাবাইট এসএসডি। সফটওয়্যার হিসেবে থাকছে উইন্ডোজ ১১ হোম।

ল্যাপটপটিতে একটি অপশনাল ব্যাকলাইটসহ চিকলেট কিবোর্ড থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৭০ ডব্লিউএইচ ব্যাটারি এবং স্পিকার হারমোন কার্ডন সার্টিফায়েড ডলবি অটমোস সাপোর্ট করবে।
১.৯ কেজি ল্যাপটপের কানেক্টিভিটি অপশনে রয়েছে ওয়াইফাই সিক্সই ৬ই, ব্লুটুথ ৫.২, একটি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ এ পোর্ট এবং একটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্ট।

উন্মোচিত হলেও বাজারে বিক্রির জন্য আসতে আরও কিছুদিন সময় লাগবে। ডিভাইসটি বাজার মূল্য জানা সম্ভব হয়নি। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন