এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

গুগল
গুগল

টেকভিশন২৪ ডেস্কঃ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। প্রযুক্তির বাজারে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কয়েক দিন পরেই এ তথ্য জানালেন তিনি। খবর রয়টার্স।

তথ্য অনুযায়ী, ছাঁটাইয়ের আওতায় পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তের গুগলের কর্মীরা। প্রতিষ্ঠানটির মানবসম্পদ, পণ্য ও প্রকৌশলসহ বিভিন্ন বিভাগের কর্মীদের মধ্য থেকে এই ছাঁটাই করা হবে।

কর্মী ছাঁটাইয়ের খবরটি এমন সময় এলো, যখন গুগল ও মাইক্রোসফট সফটওয়্যারের নতুন ক্ষেত্র ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ খাতে বিনিয়োগ করছে।

এর আগে গত বুধবার বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটে কর্মরত ২ লাখ ২০ হাজার কর্মীর মধ্যে ৫-১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থবাজার সংশ্লিষ্টরা।

শুধু প্রযুক্তি খাতই নয়, ছাঁটাইয়ের হাওয়া লেগেছে ই-কমার্স প্রতিষ্ঠানেও। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে ১৮ হাজার কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় চলছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন