টেকভিশন২৪ ডেস্ক: গেল বছরের ডিসেম্বরে ব্যপক হারে বেড়েছে মোবাইল সংযোগ। মাসটিতে ১৭ লাখ ৭০ হাজার সংযোগ বেড়েছে।
বছরের নভেম্বর মাসে মোবাইল সংযোগ বেড়েছিলো প্রায় ৩ লাখ। এ নিয়ে টানা ছয় মাস ধরে খানিকা বড় সংখ্যাতেই মোবাইল সংযোগ বেড়ে চলেছে। আর ২০২০ এর ডিসেম্বর শেষে দেশের মোট মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৭ কোটি ১ লাখ ৩৭ হাজার।
এর আগে বছরটির নভেম্বরে মোবাইল সংযোগ ছিলো ১৬ কোটি ৮৩ লাাখ ৬৭ হাজার। অক্টোবের এই সংখ্যা ছিলো ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজার। সেপ্টেম্বরে এই হিসাব ছিলো ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।
এর আগে আগস্ট মাসে ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার সংযোগ ছিল যা জুলাই মাস হতে প্রায় ২০ লাখ বেশি ছিলো। জুলাইয়ের মোট সংযোগ ছিলো ১৬ কোটি ৪২ লাখ।
এর আগে অবশ্য সংযোগ পড়তি ছিলো। জুন মাসের ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার সংযোগের হিসাব মে মাসের সংযোগের চেয়ে কয়েক লাখ কম ছিল। মে মাসে ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার। ফলে দেখা যাচ্ছে করোনার ধাক্কা কাটিয়ে জুলাই মাস হতে সংযোগ বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে অপারেটরগুলো।
বিটিআরসির সর্বশেষ হিসাবে, ডিসেম্বরে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার সংযোগ হয়েছে। টেকশহর অবলম্বনে।