টেকভিশন২৪ ডেস্ক : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু প্রতিদিন বেশি বার্তা আদান-প্রদান করা হলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে বেশ সমস্যা হয়। তবে চাইলেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো মেসেজেস অ্যাপে আলাদাভাবে সংরক্ষণ করা যায়। মেসেজেস অ্যাপে প্রয়োজনীয় খুদে বার্তা সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় খুদে বার্তা সংরক্ষণের জন্য প্রথমেই মেসেজেস অ্যাপে প্রবেশ করে নির্দিষ্ট বার্তাটি ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর ওপরে প্রদর্শিত অপশন থেকে আর্কাইভ আইকনে ট্যাপ করলেই বার্তাটি আর্কাইভ ফোল্ডারে জমা হবে। ফলে সহজেই পরবর্তী সময় বার্তাটি খুঁজে পাওয়া যাবে।
প্রয়োজন শেষে চাইলে বার্তাটি আর্কাইভ থেকে মুছেও ফেলা যাবে। এ জন্য মেসেজেস অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্স থেকে ‘আর্কাইভড’ অপশন নির্বাচন করলে আর্কাইভ করা সব বার্তার তালিকা দেখা যাবে। এবার নির্দিষ্ট বার্তা ট্যাপ করে ধরে ‘আন-আর্কাইভ’ নির্বাচন করতে হবে।