ফের কর্মী ছাঁটাই করবে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: অর্থনৈতিক মন্দার কারণে গত বছর গুগলসহ অনেক প্রথম সারির সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। গুগল আবারো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বলেই ইঙ্গিত দিয়েছেন টেক জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

গত জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল সংস্থাটি তাদের মোট কর্মীর ৬ শতাংশ, ১২হাজার কর্মী ছাঁটায়ের কথা।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। যদিও ওই সাক্ষাৎকারে নতুন করে ছাঁটাইয়ের পরিকল্পনার কথা স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট বার্ড, জিমেইল এবং গুগল ডক্স এবং অন্যান্য প্রকল্পে নতুন ওয়ার্কস্পেস সক্ষমতার কথা উল্লেখ করে সুন্দর পিচাই বলেছেন, এই নতুন সুযোগ এবং কাজগুলোর ওপর আমরা খুব মন দিয়ে কাজ করছি। আমি মনে করি সেখানে এখনো অনেক কাজ বাকি। এআই-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ইনফ্লেকশন পয়েন্টও রয়েছে। আমরা যেখানে প্রয়োজন সেখানে দক্ষ লোকেদের দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।

সংস্থাটি প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সবরকম ভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন