ফাইভজির চেয়ে এক লক্ষ গুণ বেশি গতির ইন্টারনেট আসছে!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ফোরজি ইন্টারনেটে প্রতি সেকেন্ডে ডাউনলোড গতি ১০ থেকে ২০ গিগাবাইট, ফাইভজিতে ১০ থেকে ৫০ গিগাবাইট। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৬জি ইন্টারনেট আসবে। যার গতি হবে ফাইভজির তুলনায় ৬ গুণ বেশি। এবার জানা গেল ফাইভজি ইন্টারনেট পরিষেবার চেয়েও প্রায় এক লক্ষ গুণ বেশি গতিতে ডেটা পরিবহণের পদ্ধতি আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। বিষয়টি সত্যি হলে ইন্টারনেটে গতি হবে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির ‘নেটওয়ার্ক রিসার্চ ইনস্টিটিউট’ বিভাগের বিজ্ঞানীদের দাবি, মাল্টি-কোর ফাইবার ব্যবহার করে এমন আবিষ্কার করেছেন তারা।

তারা বলছেন, এই আবিষ্কারের ফলে প্রতি সেকেন্ডে ১ লক্ষ ২৫ হাজার জিবি ডেটা পাঠানো সম্ভব হবে। ৫১.৭ কিলোমিটারের বেশি দূরত্বেও পাঠানো সম্ভব হবে।

আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এ জন্য বিশেষ কোনো তারের প্রয়োজন হবে না। অপটিক্যাল ফাইবার ব্যবহারেই চলবে।

তবে কবে নাগাদ দ্রুতগতির এ পরিষেবা চালু হতে পারে তা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্ভব হলে ডিজিটাল বিশ্বে বিপ্লব ঘটবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন