ফাইভজি বিস্তারে একসঙ্গে কাজ করবে নকিয়া-রিলায়েন্স জিও

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়ার সঙ্গে হাত মেলালো আকাশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। চুক্তি অনুসারে ভারতে ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে রিলায়েন্স জিও সংস্থাকে যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া। সোমবার নকিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে নকিয়া জানিয়েছে, এয়ারস্কেল পোর্টফোলিও থেকে শুরু করে বেস স্টেশন, হাই ক্যাপাসিটি ফাইভজি ম্যাসিভ এমএমও অ্যান্টেনা সরবরাহ করবে নকিয়। এছাড়াও বিভিন্ন স্পেকট্রাম ব্যান্ড সাপোর্টের জন্য রিমোট রেডিও হেড ও সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক সফটওয়্যার সরবরাহ করা হবে।

রিলায়েন্স জিও ভারতে একটি স্বতন্ত্র ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা করেছে। বিদ্যমান ফোরজি নেটওয়ার্কের পাশেই এই নতুন প্রজন্মের নেটওয়ার্ক কাজ করবে।

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, আমরা নিশ্চিত নকিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে উন্নত ফাইভজি নেটওয়ার্ক সরবরাহ করা সম্ভব হবে।

অন্যদিকে নকিয়া সিইও পেক্কা লুন্ডমার্ক রিলায়েন্স জিও-র সঙ্গে এই চুক্তিকে তাদের উল্লেখযোগ্য জয় বলে অভিহিত করেছেন।

ভারতে ৫জি ইন্টারনেটের গতি বর্তমানের ৪জি নেটওয়ার্কের ইন্টারনেটের গতির থেকে অন্তত ১০ গুণ বেশি হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন