নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হলো ৫৮তম এপনিক সম্মেলন; ৫৯তম আয়োজন বাংলাদেশে করার চেষ্টা চলছে

নিউজিল্যান্ড থেকে নাজমুল করিম ভূইয়া: গত ৩০ আগস্ট নিউজিল্যান্ডের উইলিংন্টনে অনুষ্ঠিত হলো ৫৮তম এপনিক সম্মেলন। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে ১৮জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আগামী বছর বাংলাদেশে ৫৯তম সম্মেলনটি আয়োজনের চেষ্টা করা হলেও রেড অ্যালাট থাকায় সেটি আয়োজন নিয়ে সংশয় রয়েছে। রাষ্ট্রীয় ভাবে আমাদের উপদেষ্টা মহোদয় এবং বিটিআরসি চাইলে বাংলাদেশে আয়োজন করার একটা সুযোগ এখনো আছে।

আমরা আইএসপিএবির পক্ষ থেকে আগামী বছর সম্মেলনটি বাংলাদেশে করতে চেষ্টা করছি। আমরা এপনিকের মহাপরিচালক পল উইলসনের সাথে কথা বলেছি। তারা  বাংলাদেশকে স্বাভাবিক অবস্থা এখনো ঘোষণা করেনি। তাছাড়া স্পন্সররা যেতে এখনও আগ্রহী নয়। বাংলাদেশে অবস্থা স্বাভাবিক না হলে শোনা যাচ্ছে আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। যদিও পরবর্তী আয়োজন কোথায় হবে এখনো কোনো চুড়ান্ত সিদান্ত হয়নি। আয়োজন অক্টোবর মাস নাগাদ দেখবে।

এবারের সম্মেলনে বক্তারা বলেন, যেহেতু বাংলাদেশে আইপি শর্টেজ রয়েছে সেহেতু দ্রুত আইপিভি৬ বাস্তবায়ন করা জরুরী।

এবারের সম্মেলনে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর সম্মেলনটি শেষ হয়।

আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন