অফিসের ভাড়া মেটাতে আসবাবপত্র বিক্রি করে দিচ্ছেন ইলন মাস্ক!

ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর আর্থিক সঙ্কটে পড়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কিনতে গিয়ে টেসলার শেয়ার বিক্রি করেন একাধিকবার। এবার কোম্পানির আর্থিক অবস্থা সংশোধনে নতুন সিদ্ধান্ত এই ধনকুবেরের।

টুইটারের হেডকোয়ার্টার সানফ্রান্সিসকোর অফিসের বিভিন্ন জিনিস অনলাইনে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
জানা গিয়েছে, সানফ্রান্সিককো অফিসে রাখা টুইটারের লোগো স্ট্যাচু অর্থাৎ পাখির মূর্তিটিও নিলামে তুলেছেন তিনি।

টুইটারের দায়িত্ব ইলন মাস্ক নেওয়ার পর থেকে ক্রমশ বাড়ছে সংস্থার আর্থিক সংকট। টুইটারে বিজ্ঞাপন দিতে আপত্তি জানিয়েছেন বহু বিজ্ঞাপনদাতা সংস্থা। যার ফলে সঙ্কটে টুইটার।

পাশাপাশি টুইটারের অর্থনৈতিক অবস্থা ফেরাতে আরও পলিসি গ্রাহক করেছেন মাস্ক। শোনা যাচ্ছে, ব্যবহারকারীদের হ্যান্ডল নেম অনলাইনে নিলামে তোলা হবে।

টুইটারের ২৬৫টি কিচেন অ্যাপ্লায়েন্সেস ও আসবাবপত্র নিলামে তোলার সিদ্ধান্ত নেন মাস্ক। হেরিটেজ গ্লোবাল পার্টনাস নামে একটি সংস্থা এই অনলাইন নিলামটি পরিচালনা করছে। ন্যূনতম ২৫ মার্কিন ডলার দিয়ে অংশ নেওয়া যাচ্ছে নিলামে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন