টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় খাবার সরবরাহ প্লাটফর্ম ইফুডে চট্টগ্রাম থেকে কাচ্চি জগতে বিখ্যাত নাম সুলতান’স ডাইন এর খাবার অর্ডার করতে পারবেন ইভ্যালির চট্টগ্রাম এর গ্রাহকরা। প্রথমবারের মতো চট্টগ্রামে ইফুডের মাধ্যমে এই সেবা নিয়ে আসলো ইভ্যালি।
ঘরে বা অফিসে বসে শুধুমাত্র ইফুড অ্যাপ ও ওয়েবসাইট থেকে অর্ডার দিলেই পাওয়া যাবে সুলতান’স ডাইনের বিখ্যাত কাচ্চি ও অন্যান্য মুখরোচক খাবার। ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এক্সক্লুসিভ ভাবে ইফুডে পাওয়া যাবে সুলতান’স ডাইন এর খাবার, সাথে থাকবে বিশেষ অফার। এই অফার সংক্রান্ত বিভিন্ন তথ্য ইফুড অ্যাপ, ওয়েবসাইট ও ইফুড-এর সোশ্যাল মিডিয়া পেইজে এর মাধ্যমে জানতে পারবেন ইফুড এর গ্রাহকরা ।
এই উদ্দ্যোগ ভোজনরসিক চট্টগ্রামবাসীর খাবারের স্বাধে ভিন্নতা আনবে বলে বিশ্বাস ইফুড এর।