দেশে অভিজ্ঞ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তৈরি করতে আইএসপিএবির প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালা
কর্মশালা

কক্সবাজার থেকে গোলাম দাস্তগীর: দেশের ইন্টারনেট সেবাকে নিরাপদ রাখতে ও দেশীয় ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে দুটি বিষয়ে কক্সবাজারে চলছে ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা।

যেখানে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১৩০জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মাইক্রোটিক ও জুনিপার প্লাটফর্মটি দেশি-বিদেশি মোট ৮ জন প্রশিক্ষকের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। আইএসপিএবির এই প্রশিক্ষণ কর্মশালাটি ২৮মে থেকে শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আইএসপিএবি’র ইসির সদস্যরা।

কক্সবাজারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও নেটওয়ার্ক ল্যাব বিষয়ে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক টেকভিশন২৪ কে বলেন, আমরা দেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরীর জন্য যৌথভাবে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সাথে নেটওয়ার্ক ল্যাব ও প্রশিক্ষণ কর্মশালাটি বড় পরিসরে আয়োজন করেছি। দেশের ইন্টারনেটে অবকাঠামোকে নিরাপদ ও উন্নত করতে ভবিষ্যতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

এদিকে, এবারের আয়োজন নিয়ে আইএসপিএবির সেক্রেটারি জেনারেল নাজমুল ভুঁইয়া টেকভিশন২৪ কে বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি ৩১মে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। তিনি আরো বলেন, আমরা ইন্টারনেট সেক্টরে সুন্দর একটা প্রতিয়োগিতার মধ্যে দিয়ে দেশের মানুষকে সেবা দিতে সরকাররের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি। 

উল্লেখ্য, গত ২৭ মে হোটেল দি কক্স টুডেতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেটওর্য়াক ল্যাব ও ৪ দিনব্যাপি এই সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া অনুষ্ঠানে মো: নাজমুল ইসলাম, সাইবার সিকিউরিটি ইউনিটের এডিশনাল পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ, ও জেসমিন জুঁই, সিইও, বিজয় ডিজিটাল এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি মো: আবদুর রহিম খান, কোঅর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রনালয় বক্তব্য রাখেন।  

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন