টেকভিশন২৪ ডেস্ক: ইরানে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ স্থাপনে বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে আলোচনা করছে দ্য হোয়াইট হাউজ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু হলে ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যে নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইরানের অধিবাসীরা সেটি কাটিয়ে উঠতে পারবে। আর এই সেবা চালু করতে হোয়াইট হাউজ থেকে ইলন মাস্কের সাথে আলোচনা চলছে বলে খবরে বলা হয়।
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইরানে কিছু স্যাটেলাইট ইন্টারনেট যন্ত্রাংশ প্রেরণ করা হবে। পাশাপাশি দেশটিতে স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না।
সেই সময়ে ইলন মাস্ক ইরানের ইন্টারনেট স্বাধীনতাকামী ও তথ্যের অবাধ প্রচারে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।