মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
31 C
Dhaka

যশোরে ১৮০ নারীর চোখে স্বপ্ন এঁকে দিলো বিএফডিএস – ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্কঃ ঘন কুয়াশা ভেদ করে তখনও দেখা মেলেনি শীতের সূর্যের। দেশের সর্বনিম্ন তাপামাত্রায়  হাড় কাপানিয়া শীত উপেক্ষা করে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে হাজির অদম্য নারীরা। ব্র্যাক ব্যাংক আর বিএফডিএসের যৌথ উদ্যোগ ‘স্বাবলম্বী তারা’ নামে নারীদের উদ্যোক্তা হওয়ার দীক্ষা নেয়ার মন্ত্রে বিভোর হয়ে এসেছিলেন তারা। ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে এ বিশেষ কর্মসূচিতে যুক্ত হলেন যশোরের ১৮০ জন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তার আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজন পূরণ এবং ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং চাহিদা মেটাবে ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কর্মসূচি। যা নারীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে। আর উদ্যোক্তা হতে নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি।

- Advertisement -

শনিবার সকালে কেক কেটে নারীদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়ামে ‘স্বাবলস্বী তারা’ শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, স্বপ্ন মানুষকে সফলতার পথ দেখায়। ডিজিটাল কর্মকান্ডে যশোর বরাবরই পথিকৃৎ। নারী ফ্রিল্যান্সিংয়েও যশোর দৃষ্টান্ত হবে। সফল উদ্যোক্তা হতে দরকার দক্ষতা ও পরিকল্পনা। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘স্বাবলম্বী তারা’ কর্মসূচি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং জীবনের স্বপ্ন পূরণের মাধ্যম হবে।

সভাপতিত্ব করেন  বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এর কেন্দ্রীয় সভাপতি ডাক্তার তানজিবা রহমান।  বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ব্র্যাক ব্যাংক যশোরের ব্যবস্থাপক কাজী শাকিল আখতার ও বিএফডিএসের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন জয়। যশোর বিএফডিএসের  সাধারণ সম্পাদক তবিবুর রহমান সভা সঞ্চালনা করেন। এ সময় বক্তৃতা করেন ব্র্যাক ব্যাংকের অপারেশন ম্যানেজার মাসুম বিল্লাহ, বিএফডিএস যশোর জেলা কমিটির সভাপতি শাহনুর শরিফ ও কার্যনির্বাহী কমিটির সদস্য সালমা খাতুন মনি ও বিএফডিএস খুলনার সভাপতি আব্দুল্লাহ ফরহাদ।

কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের ইতিকথা সেশন তবিবুর রহমান, মার্কেট প্লেস সেশন বিএফডিএস সাতক্ষীরার সভাপতি সোহাগ হোসাইন, মাইক্রোস্টক সেশন বিএফডিএস সাতক্ষীরার সহসভাপতি আশরাফ হোসাইন, ফ্রিল্যান্সার হবার কৌশল সেশন খুলনা বিএফডিএসের সভাপতি আবদুল্লাহ আল ফরহাদ, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ইমেজ প্রসেসিং সেশন হাসিব ইমতিয়াজ, মেন্টর ও ইনস্টিটিউট সেশন কুষ্টিয়া বিএফডিএসের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, হাই ডিমান্ড মার্কেট সেশন যশোর বিএফডিএসের সভাপতি শাহনুর শরীফ,সেটিং দ্যা উইনিং মাইন্ডসেট সেশন ডাক্তার তানজীবা রহমান, তারা ব্যাংকিং সেবা সেশন ব্র্যাক ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার সামিউল আলম পরিচালনা করেন । প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন...

সর্বশেষ

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

কিউএ ব্রেইন্স মিটআপ সফলভাবে সম্পন্ন

শিক্ষা, উদ্ভাবন ও সহযোগিতার এক অনন্য দিনে কিউএ বিশেষজ্ঞদের...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img