ব্যবহারকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন বেশ কয়েকটি ফিচার উন্মোচন ও উন্মুক্ত করেছে। প্লেব্যাক স্পিড অধিকতর কাস্টোমাইজ করার সুযোগ আনা হয়েছে। এছাড়া সবার জন্য চালু হয়েছে স্লিপ টাইমার। খবর জিএসএম এরিনা।
খবরে বলা হয়, বর্তমানে ০.২৫ গতিতে প্লেব্যাক স্পিড বাড়ানো যেতো। এখনও সেটি আরও কাস্টোমাইজ করে ০.০৫ গতিতে পরিবর্তন করা যাবে। সর্বোচ্চ ২এক্স গতিতে প্লেব্যাক স্পিড বাড়ানো যাবে।
এছাড়া, আগে প্রিমিয়াম ব্যবহারকারীরা স্লিপ টাইমার ফিচার ব্যবহারের সুযোগ পেলেও এখন সেটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এর মাধ্যমে চলমান ভিডিও শেষে হলে কিংবা ঠিক কতো সময় পর স্বয়ংক্রিয়ভাবে প্লেব্যাক বন্ধ হবে সেটি নির্ধারন করা যাবে। ১০, ১৫, ২০, ৩০, ৪০ মিনিট কিংবা চলমান ভিডিও শেষ হলে প্লেব্যাক বন্ধ করার সুযোগ চালু করা হয়েছে। ফলে কোনো ম্যানুয়াল অ্যাক্টিভিটি না থাকলে উক্ত সময় পর ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে।
চলতি বছরের শেষ দিকে আইওএসে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুযোগ আনছে ইউটিউব। এছাড়া ইন-অ্যাপ মিনিপ্লেয়ার রিসাইজ ও স্থানান্তরযোগ্য করা হয়েছে। নিজস্ব ছবি কিংবা এআই জেনারেটিভ ছবির মাধ্যমে কাস্টম থাম্বনেইল ডিজাইনের সুযোগও আনা হয়েছে।
ইউটিউব জানিয়েছে, চলতি বছরের শেষে দিকে প্লেলিস্টের ভিডিওতে ভোট দেয়ার সুযোগ আসছে। ইউটিউব ও ইউটিউব মিউজিকে যুক্ত হচ্ছে ব্যাজ।
এছাড়া টিভিতে কোনো ইউটিউব চ্যানেল পেজে গেলে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট ক্রিয়েটরের টিজার দেখাতে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও প্লে হবে।