টেকভিশন২৪ ডেস্ক: আগামীকাল থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে গেমসকম এশিয়া ২০২৪। সদ্যই শেষ হলো টোকিও গেম শো যেখানে বিভিন্ন দেশ থেকে ছোট-বড় সব গেম স্টুডিও, কোম্পানি ও পাবলিশারসহ ২ লক্ষ ৭৪ হাজারেরও বেশি দর্শনার্থী সম্মিলিত হয়েছিলো বিশাল অনুষ্ঠানটিতে। গেমিং জগতের বিশেষ এই আয়োজনের রেশ না কাটতেই আমাদের মাঝে চলে এলো আরেকটি বড় মাত্রার আন্তর্জাতিক গেমিং অনুষ্ঠান- গেমসকম এশিয়া ২০২৪। টোকিও গেম শোর সাফল্যের পরে কাল সিঙ্গাপুরে গেমসকম এশিয়া ২০২৪-এ প্রদর্শনী রাখছে বাংলাদেশী টেক কোম্পানি রাইজআপ ল্যাবস।
গেমসকম গেম জগতের সবচেয়ে বড় অনুষ্ঠান বটে, যা প্রতি বছর জার্মানিতে অনুষ্ঠিত হয়। অত্যন্ত জনপ্রিয় এবং বিপুল উপস্থিতির কারণে গেমসকমের অ্যাফিলিয়েট অনুষ্ঠান এখন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আয়োজিত হয়। একই ভাবে এশিয়া-প্যাসিফিককে কেন্দ্র করে ২০২১ সাল থেকে সিঙ্গাপুরে গেমসকম এশিয়া অনুষ্ঠিত হয়ে আসছে। তাই প্রতি বছর এই অনুষ্ঠানটির মাধ্যমে গেমিং জগতকে নিয়ে আসা হয় এই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রে।
শুধু বিশাল দর্শকসংখ্যা—প্রায় ৪০ হাজার দর্শনার্থীর প্রত্যাশাই নয়, এবারের গেমসকম এশিয়াতে থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। এশিয়া মহাদেশের সফল গেম ডেভেলপারদের একটি উন্মুক্ত মঞ্চ দেওয়ার পাশাপাশি এটি এশিয়ায় আন্তর্জাতিক গেম প্রকাশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এছাড়াও গেমিং নিয়ে সব ধরনের আয়োজনে কসপ্লে থেকে শুরু করে সম্মেলন, গেমিং জোন, ব্যবসায়িক কর্নার, প্রতিজগিতা, প্রদর্শনী সহ থাকে আরও অনেক কিছু।
গেমসকম এশিয়া মূলত দুটি অংশে ভাগ করা—বিজনেস এক্সপো ও এন্টারটেইনমেন্ট এক্সপো। বিজনেস এক্সপো শুধু কোম্পানি এবং ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের জন্য প্রবেশযোগ্য, যেখানে প্রদর্শনী, সম্মেলন, উপস্থাপনা, সরাসরি বৈঠক, ইন্ডি ডেভেলপারদের বিশেষ মঞ্চ, ইনভেস্টমেন্ট সার্কেল ও পিচ প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো আয়োজিত হয়।
সম্মেলন এই সেগমেন্টের একটি মৌলিক আকর্ষণ, যেখানে ইন্ডাস্ট্রি লিডাররা গেম নির্মাণে বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে বক্তব্য রাখেন এবং গেম মার্কেটটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেন। তবে বেশিরভাগ স্পীকাররা এশিয়াতে ইনভেস্ট করার লক্ষ্যে এসে থাকেন। এবারের সম্মেলনে প্লেস্টেশন, সেগা, এক্সবক্স, লাইটস্পিড স্টুডিও এবং অন্যান্য বড় সব কোম্পানি থেকে স্পীকাররা থাকছেন।
সপ্তাহান্তে সাধারণ দর্শনার্থী ও গেমিং ফ্যানদের জন্য খুলবে ২দিন-ব্যাপি “এন্টারটেইনমেন্ট এক্সপো”। এই পর্বে থাকে গেমপ্লে আয়োজন, মেইন স্টেজ প্রোগ্রাম, কসপ্লে, এবং প্রিয় তারকাদের সাথে দেখা করার সুযোগ। এ ছাড়াও এ বছরের প্ল্যানে আছে বহুল প্রত্যাশিত গেম রিভিল, ই-স্পোর্ট টুর্নামেন্ট, গেমিং ডিভাইসের প্রদর্শনী ও লাইভ পারফরমেন্স।
রাইজআপ ল্যাবসের জন্য ২০২৪ সাল ছিল আন্তর্জাতিক সব ইভেন্ট ও প্রদর্শনীতে সমৃদ্ধ একটি বছর। গত মাসেই টোকিও গেম শোতে প্রদর্শনী রাখার পর দ্বিতীয়বারের মতো আরেকটি আন্তর্জাতিক গেম ইভেন্টে অংশগ্রহণকে একটি অনুকূল সুযোগ হিসেবে দেখছে রাইজআপ ল্যাবস। টিজিএস-এর মতো গেমসকম এশিয়াতেও অপার সুযোগ ও আন্তর্জাতিক বাজারে নিজেকে আরো প্রতিষ্ঠিত করার বিশেষ সব সুবিধা থাকবে। এছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলের গেম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে ইভেন্টটি বিশেষ ভূমিকা রাখে, যা অতঃপর বাংলাদেশের গেম ইন্ডাস্ট্রিতেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
রাইজআপ ল্যাবস গেমসকম এশিয়াতে অংশগ্রহণের জন্য অত্যন্ত আশাবাদী। তারা নতুন ব্যবসায়িক সুবিধা অর্জন, নিজেদের উদ্ভাবন তুলে ধরা এবং বাংলাদেশকে গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত।
গেমসকম এশিয়া ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরের সানটেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ১৭ এবং ১৮ তারিখে বিজনেস সেগমেন্ট, এবং ১৯ এবং ২০ তারিখে এন্টারটেইনমেন্ট সেগমেন্ট চলবে।