পাঁচ বছরে এআইয়ের গড় প্রবৃদ্ধি হবে ২৯ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত এআইয়ের পেছনে বার্ষিক ব্যয়ের গড় প্রবৃদ্ধি হবে ২৯ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বৈশ্বিক ব্যয় এই সময়ের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়ে ৬৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যমতে, এআই এর প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এআই সক্ষমতার অ্যাপ্লিকেশন, অবকাঠামো, সংশ্লিষ্ট আইটি ও ব্যবসায়িক পরিষেবা ও বিশেষ করে জেনারেটিভ এআই।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও জেনারেটিভ এআইয়ে ব্যয় অন্যান্য এআই অ্যাপ্লিকেশনের তুলনায় কম হবে, তবে এটি সমগ্র এআই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠবে। আইডিসির বিশ্লেষকরা বলছেন, গত ১৮ মাসে জেনারেটিভ এআই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আগামী পাঁচ বছরে এটি বার্ষিক ৫৯ দশমিক ২ শতাংশ হারে বাড়তে পারে। তাদের ধারণা, পূর্বাভাসের সময়সীমার শেষ নাগাদ জেনারেটিভ এআইয়ে ব্যয় পৌঁছবে ২০ হাজার ২০০ কোটি ডলারে। পরিমাণটি হবে এআইয়ে সামগ্রিকভাবে ব্যয় করা অর্থের ৩২ শতাংশ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন