যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রকমসনাডজোরের আদেশ না মানায় গুগল এবং টিকটকে জরিমানা করেছে রাশিয়া। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মস্কোর তাগানস্কি জেলা আদালত গুগলকে ৫ মিলিয়ন রুবল এবং টিকটককে ৪ মিলিয়ন রুবল জরিমানা করেছে।
আদালত বলেছে, নিষিদ্ধ কনটেন্ট সরানোর আদেশ দেওয়ার পরেও সেগুলো সনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য এই জরিমানা করা হয়।
এ বিষয়ে গুগল ও টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।