দুর্ঘটনার ঝুঁকি থাকায় ১৮ লাখের অধিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা। মূলত গাড়ির সামনের অংশ বা হুডে সমস্যা থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানিটি।
খবরে বলা হয়, টেসলা ২০২১-২০২৪-এর মধ্যে তৈরি ‘মডেল ৩’, ‘মডেল এস’, ‘মডেল এক্স’ এবং ২০২০-২০২৪ ‘মডেল ওয়াই’ গাড়ি প্রত্যাহার করছে, কারণ গাড়ির সামনের অংশ, যেটিকে হুড বা বনেট বলা হয়, সেটি খোলার পর ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা গাড়িগুলো তা শনাক্ত করতে ব্যর্থ হতে পারে।
গাড়ি চলমান অবস্থায় আনল্যাচড বা ঠিকভাবে বন্ধ না হওয়া হুড পুরোপুরি খুলে গিয়ে চালকের দৃষ্টিতে বাধা সৃষ্টি করতে পারে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
যদিও এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।