টেকভিশন২৪ ডেস্ক: রিচার্ড স্পেস পারস্পেকটিভের বেলুন নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্পেসফ্লাইট কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। বেলুনের কো-পাইলট হিসেবে থাকবেন তিনি। খবর স্পেস ডটকম।
খবরে বলা হয়, ১৯৮৭ ও ১৯৯১ সালে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের ওপরে রেকর্ড করা হট-এয়ার বেলুন উড়িয়েছিলেন ব্র্যানসন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক বেলুন কোম্পানি স্পেস পারস্পেকটিভ বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে বেলুন পাঠাতে কাজ করছে। তারা বিশালাকার, হাইড্রোজেন ভরা বেলুন দিয়ে স্পেসশিপ নেপচুন নামের আটজন যাত্রীবহনকারী একটি ক্যাপসুল স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে পাঠাবে।
রিচার্ড ব্র্যানসন স্পেস পারস্পেকটিভের বেলুনে চড়ে কো-পাইলট হিসেবে কাজ করবেন। ২০২৫ সালের যেকোনো এক সময় বেলুন নিয়ে অভিযানে বের হবেন রিচার্ড।