টেকভিশন২৪ ডেস্ক: এক সময়ের বাজারের সবচেয়ে প্রতাপশালী চিপ জায়ান্ট ইন্টেলকে এই পরিস্থিতিতে পড়তে হবে কেউ ভাবতে পারেনি। এআই প্রযুক্তিতে পিছিয়ে পড়ায় ক্রমশই বাজার হারাচ্ছে কোম্পানিটি। এই পরিস্থিতিতে ইন্টেলকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এক সময়ের ছোট খেলোয়াড় কোয়ালকম। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, এই দুই চিপ জায়ান্টের মধ্যে যে কোনো চুক্তি ‘সিদ্ধান্ত গ্রহণের থেকে এখনও অনেক দূরে’ হলেও বিষয়টি এমন এক কোম্পানির জন্য ভয়ানক পতনের গল্পই শোনাবে, যা একসময় ছিল বিশ্বের এক নম্বর ও সবচেয়ে প্রভাবশালী চিপ কোম্পানি।
রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই উভয় কোম্পানির মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোয়ালকমের সিইও এ বিষয়ে সরাসরি যোগাযোগ রাখছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটিকে সমর্থন করে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে, প্রতিবেদনে তারা আরও জুড়ে দিয়েছে, “ইন্টেলের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আনেনি কোয়ালকম।”
সম্প্রতি দুই প্রজন্মের বিভিন্ন ফ্ল্যাগশিপ চিপে ক্র্যাশ দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে এগুলোকে, যার ফলে পিসি গেমারদেরও আস্থা হারিয়েছে ইন্টেল।