৩টি মডেলে আসছে আইফোন ১৬

টেকভিশন২৪ ডেস্ক : সেপ্টেম্বরে বাজারে আসতে যাচ্ছে আইফোন পরিবারের নতুন সদস্য আইফোন ১৬। আসন্ন এই স্মার্টফোনটিকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। অ্যাপলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন এই ডিভাইসটির জন্য। পাশাপাশি কোন কোন নতুন ফিচার দিয়ে সাজানো হবে অ্যাপল ১৬- সে নিয়েও ধারণা দেয়ার চেষ্টা করছেন অ্যাপল বিশ্লেষকরা। বিভিন্ন সূত্রে এরই মধ্যে জানা গেছে, তিনটি মডেল ও নতুন একটি রঙে দেখা মিলবে আইফোন ১৬। খবর ইন্ডিপেনডেন্ট।

অ্যাপল বিশ্লেষক মার্ক গুরমান সম্প্রতি জানিয়েছেন যে, আইফোন ১৫ গত বছর যে তারিখে বাজারে এসেছে তার কাছাকাছি কোন তারিখেই এই বছর আইফোন ১৬ বাজারে আসবে। সেদিক থেকে আইফোন ১৬ মুক্তির সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১০ সেপ্টেম্বর। আইফোন ১৬-এর সম্ভাব্য তিনটি মডেল হচ্ছে: আইফোন ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স।

বলা হচ্ছে, আইফোন ১৫ এর তুলনায় খুব বেশি পরিবর্তন দেখা যাবে না আইফোন ১৬-তে। আইফোনের নতুন ভার্সনে মূলত এআই সক্ষমতা বৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছে অ্যাপল। বিশেষ করে গত জুনে নিজেদের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ঘোষণা করার পর অ্যাপল তাঁদের নতুন যেকোনো প্রোডাক্ট ও সার্ভিসে এআই-ভিত্তিক ফিচার নিয়ে আসবে এমনটাই স্বাভাবিক।

নতুন রঙে আসছে আইফোন ১৬?

কোন কোন রঙে পাওয়া যাবে আইফোন ১৬- তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন সময় আইফোন সম্পর্কিত সঠিক তথ্য দিয়েছেন এমন বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই নতুন আইফোনের সম্ভাব্য ‘কালার ভ্যারিয়েশন’ নিয়ে দিচ্ছেন নানা তথ্য।

আইফোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার ক্ষমতা রাখেন এমন ব্যক্তিদের একজন মাজিন বু। সম্প্রতি নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে মাজিন বু আইফোন ১৬ এর ‘সম্ভাব্য কালার’ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটির ক্যামেরা রিং-এর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আইফোন ১৬ প্রো লাইনআপে মোট ৪টি রঙ আছে: হোয়াইট, ব্ল্যাক, গোল্ড এবং গ্রে।”

পাশাপাশি মাজিন বু এটাও ইঙ্গিত দিয়েছেন যে, আইফোন ১৬ মডেলটি নতুন আরেকটি রঙে দেখা যেতে পারে এবং সেটা হতে পারে ‘ডেজার্ট টাইটানিয়াম’। এটি দেখতে কিছুটা ডার্ক গোল্ড এবং অনেকটা পূর্বের পার্পল রঙের মতো- তবে একটু বেশি গাঢ় (ডিপ) পার্পল।

এখানে সমস্যা হলো ‘পূর্বের পার্পল’ লিখে মাজিন বু ঠিক কী বোঝাতে চাইছেন সেটা পরিষ্কার নয়। হতে পারে সেটা ডিপ পার্পল রঙের আইফোন ১৪ প্রো- যেখানে কিছুটা সোনালী আভাও (গোল্ডেন শেড) ছিল। সম্প্রতি আরেকটি সুত্র দাবী করছে, আইফোন ১৬ অন্যান্য রঙের পাশাপাশি ‘রোজ গোল্ড টাইটানিয়াম’ রঙে পাওয়া যাবে। আইফোনপ্রেমীরা এর আগেও আইফোন ৬এস এর মতো কয়েকটি মডেলে রোজ গোল্ড রঙের দেখা পেয়েছে।  

এখন পর্যন্ত আইফোন ১৬ সম্পর্কিত যে তথ্যগুলো আসছে তার মধ্যে কিছু গুজব থাকতেই পারে। কিন্তু আইফোন ১৬ নতুন কোন রঙে পাওয়া যাবে, এমন সম্ভাবনা কিন্তু প্রবল। তা সে নাম ‘ডেজার্ট টাইটানিয়াম’ হোক বা ‘রোজ গোল্ড টাইটানিয়াম’, নামে কি যায় আসে!

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন