ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠান ‘উইজ’ কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইতোমধ্যেই গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট এই বিষয়ে উইজ-এর সাথে আলোচনা শুরু করেছে। জানা গেছে, ২৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য চুক্তি হতে পারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ২৩ বিলিয়ন ডলারে উভয় কোম্পানি সম্মত হলে গুগলের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় অঙ্কের ‘অধিগ্রহণ’।
ক্লাউড সিকিউরিটি প্রতিষ্ঠান উইজ-এর ক্লায়েন্ট তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও ওর্যাকল এর মতো টেক জায়ান্টরা- যাদের ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে থাকে নিউ ইয়র্ক-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত উইজে মোট বিনিয়োগের পরিমাণ ১.৯ বিলিয়ন মার্কিন ডলার।
ক্লাউড প্রযুক্তিতে টেক জায়ান্টদের বিনিয়োগ যেমন বাড়ছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্লাউড সার্ভিসের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও। আর এই চাহিদার কথা মাথায় রেখেই উইজ-এর মতো স্টার্টআপের আবির্ভাব। স্বাভাবিকভাবেই গুগল চাইবে উইজ-এর অবকাঠামোকে কাজে লাগিয়ে নিজেদের ক্লাউড বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে।