টেকভিশন২৪ ডেস্ক: ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোনের বিক্রি ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এআই এর জনপ্রিয়তার ফলে স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর বাজারের নিয়ন্ত্রণে ছিল স্যামসাং ইলেকট্রনিকস ও অ্যাপল।
গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সংস্থার তথ্যানুযায়ী, বিক্রি বাড়লেও ডিভাইসের চাহিদা স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
আইডিসির তথ্যানুযায়ী, টানা চার প্রান্তিক ধরে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো দাম সর্ম্পকে সচেতন গ্রাহকদের আকৃষ্টের পাশাপাশি বাজার হিস্যা বাড়াতে কাজ করছে।
অ্যাপল ও স্যামসাং বাজারের শীর্ষে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে কোম্পানি দুটোর প্রতিযোগিতা চলমান। অন্যদিকে চাহিদা কম থাকলেও চীনের কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যের ডিভাইস সরবরাহ বাড়াচ্ছে।