বন্ধের পর মোবাইল ইন্টারনেটে ফের চালু হলো ফেসবুক

টেকভিশন২৪ ডেস্ক : মোবাইল ইন্টারনেট ডেটায় ফের চালু হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর সামাজিক যোগাযোগমাধ্যমের এ প্ল্যাটফর্মগুলো সচল হতে শুরু করেছে।

এর আজ আজ দুপুর সোয়া ১২টার পর মোবাইল ডেটায় যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মেটার প্ল্যাটফর্মগুলোর (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম) বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে রাশিয়ান কোম্পানি টেলিগ্রামও বন্ধ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিলো।

১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, তবে বন্ধ ছিলো মেটার প্ল্যাটফর্মগুলো। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে, ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিলো।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন