বিটিআরসির কমিশনার হলেন মাহমুদ হোসাইন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মাহমুদ হোসাইন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী মাহমুদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।

মাহমুদ হোসাইনকে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে টেলিযোগাযোগ প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন