টেকভিশন২৪ ডেস্ক: প্রিন্টার জগতে বিশ্বস্ত ব্র্যান্ড ব্রাদার এবার দেশের বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে জেনুইন টোনার। নিয়মিত যাদের প্রিন্ট করা দরকার হয় তাদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যের টোনারের অভাব থাকায় একজন ক্রেতা খরচ কমাতে নিম্নমানের টোনার ব্যবহার করে থাকে। সেই সমস্যার সমাধান দিতে দেশের বাজারে এসেছে ব্রাদার টোনার।
প্রতি পৃষ্ঠায় মাত্র ৫০ পয়সা খরচসহ সর্বোচ্চ ২,৬০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে এই টোনারগুলো। ৩৪ পৃষ্ঠা প্রতি মিনিটে নিমিশেই প্রিন্ট করার পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট করে। ইউএসবি এবং ওয়্যারলেস উভয় কানেক্টিভিটিতেই এটা ব্যবহার করা যায়। সিঙ্গেল ফাংশন ও মাল্টিফাংশন এই দুই ধরনের প্রিন্টারের জন্য টোনারগুলো পাওয়া যাবে। মডেলগুলো হচ্ছেঃ এইচএল-বি২১৫০ডব্লিউ, ডিসিপি-বি৭৬৪০ডিডব্লিউ, এমএফসি-বিস৭৮১০ডিডব্লিউ, এইচএল-বি২১০০ডি, এইচএল-বি২১৮০ডিডব্লিউ এবং ডিসিপি-বি৭৬২০ডিডব্লিউ।
ব্রাদার ব্র্যান্ডের এই টোনারগুলো বাংলাদেশে অথোরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। পণ্যগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সকল ব্র্যাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।